ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের আজমিরীগঞ্জে দাম্পত্য কলহের জেরে রাশিদা বেগম (৪২) নামে পাঁচ সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শিবপাশা ইউনিয়নের হুকুড়া দক্ষিণ হাটিতে এ ঘটনা ঘটে। আত্মহননকারী রাশিদা এ গ্রামের আব্দুল মজিদ রেসকু মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদা আক্তারের সাথে তার স্বামী আব্দুল মজিদ রেসকু মিয়ার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিলো। এরই প্রেক্ষিতে শনিবার রাতে আব্দুল মজিদ ও রাশিদা আক্তারের মধ্য বাক-বিতন্ডা বাঁধে। রাতে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে ভোর রাতের কোনো একসময়ে বাড়ির পিছনে পুকুর পাড়ে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাশিদা আক্তার।
সকাল ছয়টার দিকে রাশিদার প্রতিবেশী তার দেহ গাছে ঝুলতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলমগীর কবির বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখনো কোনো অভিযোগ আমরা পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host