ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৪
স্টাফ রিপোর্টার: নাহিম মিয়া
সিলেটের কোম্পানীগঞ্জে ছেলে শিশু ধর্ষণ (বলাৎকার) জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত। শুক্রবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় কোম্পানীগঞ্জে এ ঘটনা ঘটে।
ভিকটিমের মা জানান, পাশের বাড়ীর মজনু মিয়া আমার ছেলেকে নিয়ে নিরিবিলি স্থানে (কচুবিলেরপাড়ে) বলাৎকার করে, এ ঘটনার বিষয়ে জিজ্ঞেস করতেই তারা আমাদের উপর আক্রমণ করে আমিসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। ছেলে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল ভর্তি আছি।
আহতরা হলেন, ইদ্রিস আলি (৪০),মোহাম্মদ আলী (৩০), কামাল মিয়া (৩৫), তাফির আলী (৩৫), রহমত আলী (৩২), কাবিল (৪০), মোশাররফ আলী (৩০), আলাউদ্দীন (৩০), রুমেনা বেগম (২৫) রুজিনা বেগম (২৮), মমিনা (৩২)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল চিকিৎসাধীন রয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু বলাৎকারের ঘটনার জেরে দুই পক্ষে সংঘর্ষ হয়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দু’পক্ষে আহত আছেন। বিভিন্ন মেডিকেল চিকিৎসা নিচ্ছেন। রাত ১২টা পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host