ঢাকা ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুন ৩, ২০২৪
হারুন রশিদ ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরের ৮ নং উসমানপুর ইউনিয়নের বেশ কিছু এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে, যার ফলে ২ নং ওয়ার্ড সহ অন্যান্য কয়েকটি ওয়ার্ডের বাড়ীর রাস্তা তলিয়ে গেছে। বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ৮ নং উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালীউল্লাহ বদরুল। তার সাথে ছিলেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান লাকি, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাকির আহমদ এবং এলাকাবাসী।
পরিদর্শনকালে চেয়ারম্যান ওয়ালীউল্লাহ বদরুল বলেন, আমরা এলাকার মানুষদের কষ্ট লাঘবের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও পরিদর্শনকালে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের ঘরবাড়ি মেরামতের জন্য নিজ উদ্যোগে ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন তিনি।
ওয়ালীউল্লাহ বদরুল আরও জানান, ময়না বাজারের কিছু সংখ্যক ব্যবসায়ীদের টং দোকানের জন্য আধুনিক পদ্ধতিতে দোকান কোটা নির্মাণের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আমরা ব্যবসায়ীদের জন্য নিরাপদ এবং স্থায়ী ব্যবস্থা নিতে চাই যাতে তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারেন।
২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান লাকি জানান, বন্যা ও ঝড়ের ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পাশে আমরা আছি এবং তাদের সহায়তার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করছি।
৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাকির আহমদ বলেন, এই দুর্যোগ মোকাবেলায় আমরা সকলেই একসাথে কাজ করছি। এলাকাবাসীর নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
বন্যা পরিস্থিতি নিরসনে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচ্ছল মানুষদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host