ওসমানীনগরে নিহত বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৪

ওসমানীনগরে নিহত বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 

হারুন রশিদ, ওসমানীনগর প্রতিনিধি:

 

সিলেটের ওসমানীনগরে বীর মুক্তিযোদ্ধা নজরুল আলম খাঁন হিরণের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।(১১ জুন) মঙ্গলবার দুপুর ২টায় দয়াময়ী ইউনিয়নের চিন্তামণি গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীনের দিক নির্দেশনায় ও থানা পুলিশের সহযোগিতায় রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। সোমবার (১০ জুন) বিকাল সাড়ে ৫টায় দক্ষিণ সুরমার নাজিরবাজারে সড়ক পারাপারের সময় সিলেটগামী একটি ট্রাকের চাপায় বীর মুক্তিযোদ্ধা নজরুল আলম খাঁন (৭০) নিহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। নিহত বীর মুক্তিযোদ্ধা নজরুল আলম খাঁন হিরন ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের চিন্তামণি পূর্বপাড়া গ্রামের মৃত ইসরাইল খাঁনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান ট্রাকচাপায় বীর মুক্তিযোদ্ধা নজরুল আলম খাঁনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, মতিন জাগিরদার, জাহিদুল আম্বিয়া কার্জন, জুবায়ের আহমদ শাহিন, উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, ফজলু মিয়া সহ মরহুমের আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর