ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের বন্যার্তদের শুকনো খাবার বিতরণ

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪

ওসমানীনগরে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের বন্যার্তদের শুকনো খাবার বিতরণ

 

ওসমানীনগর প্রতিনিধি:: হারুন রশিদ

যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন সেলিমের বাবার নামে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে সিলেটের ওসমানীনগরে বন্যায় অসহায় পানিবন্দি ও আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের নটপুর,আইলাকান্দি, সৈয়দ মান্দারুকা,ও বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন ধরারাই গ্রামে,এবং জুননুরাইন ইসলামিয়া মহিলা মাদরাসা আশ্রয় কেন্দ্রে, দেমাসাস উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র সহ বন্যার্ত বেশ কয়েকটি গ্রামের প্রায় ৫ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রীর প্যাকেট ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের বাংলাদেশ পরিচালক শামীম উদ্দিন এর সহযোগিতায় বানভাসি মানুষের হাতে এসব সহায়তা পৌছে দেয়া হয়।

ফাউন্ডেশন এর বাংলাদেশ পরিচালনায় সজ্জল আহমদ,
ফরিদ উদ্দিন ও মল্লিক মিয়ার
নেতৃত্বে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল আহমেদ,মাওলানা শাকিল আহমেদ, আব্দুল সালাম, ইউসুফ, মোহাম্মদ ইয়াওর, শাহ আলম,জুহেল আহমদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তারাজ্য প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন সেলিম ও তার পরিবার সব সময় অসহায় মানুষের কল্যাণে সহায়তার হাত প্রসারিত করে আসছেন। দেশের যেকোন দুযোর্গসহ মানবিক সহায়তায় এগিয়ে আসায় দেশে না থাকলেও যেন তাকে কাছে পান স্থানীয় দারিদ্র মানুষ। সম্প্রতি বন্যায় পানি বন্দি ও আশ্রয়হীন মানুষের হাতে হাতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। প্রবাসে থেকেও এলাকার উন্নয়নের পাশাপাসি যে কোন দুর্যোগে সহায়তায় এগিয়ে আসেন আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন সেলিম। বন্যাকালিন সময়ে তার এই মহতি কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যাক্ত করেন স্হানীয়রা, তারা বলেন এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সকল প্রবাসী ও বিত্তবানরা এগিয়ে আসলে তা সম্ভব হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর