ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী মোসাদ্দিক আহমদ শ্যামলের
উদ্যোগে বন্যার্থদের শুকনো খাবার বিতরণ

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪

<span style='color:#077D05;font-size:19px;'>ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী মোসাদ্দিক আহমদ শ্যামলের</span> <br/> উদ্যোগে বন্যার্থদের শুকনো খাবার বিতরণ

 

ওসমানীনগর প্রতিনিধি:: হারুন রশিদ

যুক্তরাজ্য বার্মিংহাম যুবলীগের যুগ্ম সম্পাদক ও বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্টের প্রচার সম্পাদক মোসাদ্দিক আহমদ শ্যামলের উদ্যোগে সিলেটের ওসমানীনগরে বন্যায় অসহায় পানিবন্দি ও আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক ভাবে উপজেলার উমরপুর ইউনিয়নের মজলিশপুর,আব্দুল্লাহপুর, হামতনপুর,মির্জা সৈয়দপুর, মান্দারুকা গুচ্ছ গ্রাম ও তাহিরপুরসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৫ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাবার ও বন্যায় প্রয়োজনীয় সামগ্রীর প্যাকেট ও পানিবাহিত রোগের ঔষধ বিতরণ করা হয়।
উমরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন সূত্র ধর ও সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানের সহযোগীতায় বানভাসি এসব মানুষের হাতে সহায়তা পৌছে দেয়া হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু ও সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খাঁনের নেতৃত্বে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মাহবুব আহমদ, ইউপি সদস্য মাসুদ আহমদ, সাবেক ইউপি সদস্য মাসুদ আলী, ইউপি যুবলীগের সভাপতি সুমন সূত্রধর, সাংগঠনিক সম্পাদক ও চেতনায় ৭১ এর সভাপতি মতিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফররুখ আহমদ, ইউপি সেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি মশরুদ আহমদ, সাধারণ সম্পাদক সাবু মিয়া, সমাজসেবী ফরহাদ আহমদ, এনাম মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা রাজু আহমদ, টিপন আহমদ, সাইদুল, আব্দুল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যুক্তারাজ্য কটালপুর ট্রাস্টের ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী মোসাদ্দিক আহমদ শ্যামল ও তার পরিবার সব সময় অসহায় মানুষের কল্যাণে সহায়তার হাত প্রসারিত করেন। যেকোন দুযোর্গসহ মানবিক সহায়তায় এগিয়ে আসায় দেশে না থাকলেও যেন তাকে কাছে পান স্থানীয় দারিদ্র মানুষ। সম্প্রতি বন্যায় পানি বন্দি ও আশ্রয়হীন মানুষের হাতে হাতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। প্রবাসে থেকেও এলাকার উন্নয়নের পাশাপাসি যে কোন দুর্যোগে সহায়তায় এগিয়ে আসেন মোসাদ্দিক আহমদ শ্যামল। বন্যাকালিন সময়ে তার এই মহতি কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদব্যাক্ত করেন তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর