ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪
হারুন রশিদ,ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে বন্যায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। উপজেলার উছমানপুর ইউনিয়নের প্রায় ৫শতাধিক বন্যাকবলিত মানুষের মধ্যে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ত্রাণ বিতরণ করেন, উসমানপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল ও জেলা ছাত্রলীগের সভাপতি নামজুল ইসলাম।
শনিবার বিকালে উছমানপুর ইউনিয়নের ইছামতী মল্লিকপুর, হোসেনপুর, ইছামতী চক এবং ইছামতী দিঘীরপার, গ্রামের বন্যাকবলিত পানিবন্দি মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ব্রাজিল প্রবাসী এ এইচ এম খায়রুল ইসলাম, ইউপি সদস্য হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য সাইস্তা মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল বশর, জাহির মিয়া, আশরাফ খাঁন, জিতু মিয়া, আব্দুল মালিক, ওয়েছ আহমদ, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এ.এস.এম সাদিকুল এহসান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুছা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসলাম কবির, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ মনছুর, সুমন খাঁন প্রমুখ।
ত্রাণ বিতরণ পরবর্তীতে বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ওসমানীনগরের সন্তান। তিনি সুখে দুঃখে ওসমানীনগরের মানুষের পাশে থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেটের মানুষের পাশে থাকলেও ওসমানীনগরের মানুষের কথা তিনি ভূলেননি। শত ব্যস্ততার মধ্যেও তিনি উছমানপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মধ্যে ৫টন চাল বিতরণের জন্য প্রদান করেছেন। তিনিসহ ইউনিয়ন চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুলের পরিবার সবসময় বন্যাকবলিত মানুষের পাশে রয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host