কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার ই*ন্তেকাল! রাষ্ট্রীয় সম্মাননা শেষে জানা*যা ও দা*ফন সম্প*ন্ন।

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৪

কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার ই*ন্তেকাল! রাষ্ট্রীয় সম্মাননা শেষে জানা*যা ও দা*ফন সম্প*ন্ন।

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ-

কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী গ্রামের কৃতিসন্তান একাত্তরে রণাঙ্গনের সাথী বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁন মিয়া ১৯শে জুন (বুধবার) ভোরে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া –রাজীউন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিলো (৭৭) বছর। স্হানীয় কলাবাড়ী মহিলা মাদ্রাসা মাঠে বাদ যোহর কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ ইবনে মাসুদ এর নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানার একদল পুলিশ এস,আই আলাউদ্দিন এর গার্ড অব অনারে /তোপধ্বনিসহ জাতীয় পতাকা প্রদর্শনসহ রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন করা হয়।
রাষ্ট্রীয় সম্মাননা শেষে শতশত মুসল্লীর উপস্থিতিতে প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আলহাজ্ব মুফতি আব্দুল মোছাব্বিরের ইমামতিতে জানাযা সম্পন্ন শেষে পারিবারিক কবরস্হানে সমাহিত করা হয়।

মরহুম বীর মুক্তিযোদ্ধা জীবদ্দশায় রেখে গেছেন স্ত্রী,২ ছেলে ২ মেয়ে, বিশাল পরিবারে মরহুমের জীবন্ত ৬ ভাই, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী।

স্হানীয় সূত্রে জানা গেছে, মরহুম বীর মুক্তিযোদ্ধা একাধারে পল্লীচিকিৎসক,শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। মধ্যবয়সে জীবনের তাগিদে পাড়ি দিয়েছিলেন প্রবাসে। প্রবাস জীবন শেষে শেষ বয়সে বাড়ীতেই বসবাস করছেন দীর্ঘদিন ধরে। স্হানীয়রা জানান অত্যন্ত সদালাপী/বিনয়ী,পরহেজগার ব্যক্তি ছিলেন মরহুম মুক্তিযোদ্ধা মোঃ চাঁন মিয়া। তাহার পিতা মরহুম আব্দুল গফুরও ছিলেন একজন পরহেজগার সুফী সাধক ভক্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

মরহুমের ছোট ভাই সাবেক টানা ৪বারের ই/পি সদস্য আরাফাত আলী জানান, তাহার বড়ভাই মরহুম চাঁন মিয়া দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসারত অবস্হায় সকালবেলা হঠাৎ মৃত্যুর কূলে ঢলে পড়েন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর