ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৪
মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের পুরাতন গোদীগাঁও গ্রামের ফেরদৌস বেগমের একমাত্র সন্তান আড়াই বছর বয়সী নুসরাত জাহান সামিয়া। তার পিতা মৃত মো: সাজর আলী। সামিয়া জন্মসূত্রে দূরারোগ্য ফুসকা রোগে আক্রান্ত হয়ে শারীরিক অশান্তিতে দিনরাত কাটাচ্ছে। তাকে শান্ত্বনা দিতে নানা ভোগান্তির শিকার হয়ে আসছেন পরিবারের লোকজন। সামিয়ার চিকিৎসার খরচ যোগান দিতে নি:স্ব হয়ে পড়েছেন তারা। তাই পিতাহারা নুসরাত জাহান সামিয়া’র চিকিৎসায় পরিবারের লোকজন আর্থিক সহায়তা চেয়েছেন।
জানা যায়, সামিয়া’র জন্মের ৯ মাস আগে পিতা মো: সাজর আলী মারা যান। যখন সামিয়া জন্মগ্রহণ করে, তখন তার শরীরজুড়ে দূরারোগ্য ফুসকা রোগ দেখা যায়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন চিকিৎসকের স্মরণাপন্ন হন স্ত্রী ফেরদৌস বেগম। কিন্তু চিকিৎসায় কোনো সফলতা আসছে না।
সামিয়ার মা ফেরদৌস বেগম জানান, ২০২২ সালের ২৬ মার্চ দোয়ারাবাজার উপজেলার পশ্চিম বাংলাবাজার ইউনিয়নের জিরারগাঁও গ্রামের মো: সাজর আলীর সাথে বিয়ে হয় তার। বিয়ের ৩ মাস পর স্বামী মারা যান। এ সময় ১ মাস ১০ দিনের অন্ত:স্বত্ত্বা ছিলেন স্ত্রী ফেরদৌস বেগম। স্বামী মারা যাওয়ার ৯ মাস পর জন্ম নেয় নুসরাত জাহান সামিয়া।
এরপর এই অসুস্থ সামিয়া’র চিকিৎসার দায়িত্ব শ্বশুড়বাড়ির কেউ না নেওয়ায় ফিরে আসেন সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের গোদীগাঁও গ্রামে নিজ পিত্রালয়ে।
পরিবারের লোকজন জানান, সামিয়ার চিকিৎসায় একাধিক চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসা করে পরামর্শ দিয়েছেন সামিয়ার সুষ্ঠু চিকিৎসার জন্য তাকে নিয়ে যেতে হবে ভারতে। এতে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। তাই পরিবারের লোকজন আর্থিক সহায়তা চেয়েছেন। বিকাশ নম্বর : 01770-675268
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host