ছাতক থানায় পুলিশ অসহায় বন্যার্তদের
মধ্যে সা‌ড়ে ৫ শতা‌ধিক রান্না খাদ্য বিতরন

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৪

<span style='color:#077D05;font-size:19px;'>ছাতক থানায় পুলিশ অসহায় বন্যার্তদের</span> <br/> মধ্যে সা‌ড়ে ৫ শতা‌ধিক রান্না খাদ্য বিতরন

 

ছাতক প্রতি‌নি‌ধিঃ

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের উদ্যোগে বন্যা কবলিত আশ্রয়হীন মানুষদের ম‌ধ্যে রান্না করা খাবার বিতরন ক‌রে‌ছেন। থানা এলাকার ৯০ শতাংশ ঘর বাড়িতে পানি প্রবেশ করায় বহু মানুষ বন্যা কবলিত হয়ে পড়ে। বন্যা কবলিত অসহায় মানুষদের পা‌শে দা‌ড়ি‌য়ে সহায়তার হাত এগি‌য়ে‌ছেন ওসি মোহাম্মদ শাহ আলম।ও‌সির নেতৃত্বে ছাতক থানার সকল অফিসার ও ফোর্সেদের একাধিক দলে বিভক্ত হয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে।

গত বুধবার সকালে ১৯জুন উপ‌জেলার ইসলামপুরর ইউপি এলাকায় বন্যায় কবলিত আশ্রয়হীন বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় জামুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর উচ্চ বিদ্যালয় সহ গ্রামের বিভিন্ন বাড়িতে আশ্রয় নেয়া প্রায় ৫শ ৫০ জন অসহায় বন্যার্ত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
আশ্রয়কেন্দ্র সমূহের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রত্যেক বিট অফিসারকে নিজ নিজ দায়িত্বাধীন বিট এলাকায় ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল ও নৌ-পেট্রোল ডিউটি করার জন্য নির্দেশ প্রদান করেন। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলমের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।
উল্লেখ‌্য গত কয়েকদিনের টানা প্রবল বর্ষণ এবং বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার ছাতক উপ‌জেলা সুরমা, ছেলা, পিয়াইন, বটেরখাল নদী সহ আশপাশের খাল বিল ও হাওড়ের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর