ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক: নাহিম মিয়া
কোম্পানীগঞ্জের বন্যাকবলিত এলাকার পরিদর্শন শেষে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
শুক্রবার ২১শে জুন তিনি উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বিকেলে বঙ্গবন্ধু হাইটেক পার্ক ও ফেদারগাঁও উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার, শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণ শেষে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট জেলার বন্যাদুর্গতদের কেউ অভূক্ত থাকবে না। আমাদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা রয়েছে। নিয়মিত ত্রাণ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আজ কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাদুর্গত ৩০০ জনকে রান্না করা খাবার ও ১৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আমাদের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host