কোম্পানীগঞ্জে ফেন*সিডিল*সহ ১জন আ*টক

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৪

কোম্পানীগঞ্জে ফেন*সিডিল*সহ ১জন আ*টক

নিজস্ব প্রতিবেদক: নাহিম মিয়া

সিলেটের কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী এলাকায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আল আমীন (২৩) নামের এক যুবককে আটক করেছে।

সে ঢালারপাড় গ্রামের কাজল মিয়ার পুত্র। এ সময় তার কাছ থেকে ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার রাত সোয়া ১২টায় কোম্পানীগঞ্জ থানার এসআই সুরঞ্জিত তালুকদার, এসআই শরিফুল ইসলাম ও এএসআই কানন কুমার দাশসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়ক থেকে আল-আমীনকে আটক করা হয়। পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ে আল আমীন মাদক পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। এ সময় দয়ারবাজার রাস্তায় ব্যারিকেড দিয়ে ১২৫ সিসি মোটরসাইকেল আটক করি। পরে মোটরসাইকেলে থাকা আল আমিনকে তল্লাশী করে ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদকের বাজারমূল্য প্রায় ৪৬ হাজার টাকা।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানান, ভারতীয় ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আল আমীন নামের একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর