ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৪
প্রতিবেদক: এম.এ.ওয়াহিদ সোয়েব
ফের বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সিলেটের এইচ এস সি পরীক্ষার্থীরা।দক্ষিণ সুরমা উপজেলা ও গোয়াইনঘাট উপজেলা সহ সিলেট বিভাগের বেশ কয়েকটি উপজেলার বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি এবং বেশ কয়েকটি কলেজের অভ্যন্তরে পানি ডুকে পড়েছে,এতে শিক্ষক এবং শিক্ষার্থীরা মানসিক চাপের মধ্যে রয়েছেন।
রোববার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগে ৮ জুলাই পর্যন্ত তা স্থগিত করা হয়। তবে টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। এমতাবস্থায় প্লাবিত হয়েছে সিলেটের নিম্নাঞ্চল। এমনকি নগরীতেও প্রবেশ করেছে পানি।
এখনও অনেকের ঘরবাড়ি ও পরীক্ষা কেন্দ্রে রয়েছে পানি। এ অবস্থার মধ্যেই ৯ জুলাই পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা বলছে, তাদের কেন্দ্রে যাওয়ার রাস্তা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ঘরে পড়ালেখার জন্য বই-খাতা রাখার কোনো জায়গা নেই, ঘরের ভেতর বন্যার পানি।
অভিভাবকেরা বলছেন, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে যদি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে পরীক্ষার্থীরা বিপদে পড়ে যাবে। তারা বই-খাতা কোথায় রেখে পড়বে, নিজেরা কীভাবে নিজেদের এই পরিস্থিতির মধ্যে মানসিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুত করবে এরকম নানা প্রশ্ন থেকেই যায়।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল জানিয়েছেন, পানি কমতে থাকায় ৯ জুলাই থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর স্থগিত চারটি পরীক্ষা হবে ১৩ আগস্ট থেকে।
এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি ছয়টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহত বর্ষণে সুনামগঞ্জে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এদিকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেলে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলে সতর্ক করেছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host