ওসমানীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা খতমে কুরআন নাত মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪

ওসমানীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা খতমে কুরআন নাত মাহফিল অনুষ্ঠিত

 

ওসমানীনগর প্রতিনিধি::

১২ ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। মানব জাতিকে সত্যের পথ দেখাতে ১৪৫৪ বছর আগের এই দিনে পৃথিবীতে আগমন করেন মহানবী হযরত মোহাম্মদ (সা.)। মুসলিম উম্মার কাছে এ দিনের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। পবিত্র কুরআন শরীফে বর্নিত আছে মহানবীকে সৃষ্টি না হলে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবী সৃষ্টি করতেন না। ৫৭০ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ (সা.) যখন জন্ম লাভ করেন তখন আরবসহ পুরো বিশ্বে অন্যায়, অবিচার, ও কুসংস্কারে নিমজ্জিত ছিল। আরবের মানুষ মহান আল্লাহ কে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবে সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। সেই যুগকে বলা হতো আইয়েমে জাহেলিয়াত। সেই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি সহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.) কে দুনিয়াতে পাঠান।

দুনিয়াতে এসে ৪০ বছর বয়সে রাসুলুল্লাহ (সা.) এর কাছে ওহি আসার পর মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে হেদায়েতের পথ দেখাতে শুরু করেন সেই থেকেই মহানবী হজরত মোহাম্মদ (সা.)এর জন্ম দিনকে ঈদে মিলাদুন্নবী (সা.) হিসাবে মুসলিম উম্মাহরা পালন করে আসছেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে উপজেলার তাজপুর দুলিয়ারবন্দে দ্বীনি প্রতিষ্ঠান,
লতিফিয়া হিফযুল কুরআন একাডেমি ওসমানীনগরে আলোচনা সভা পুরুষ্কার বিতরণী ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ১২ই রবিউল আউয়াল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাও আখলু হোসেন, খলিফায়ে ফুলতলী,পীর সাহেব রহিমপুরী,
হোস্টেল সুপার কে এম সোহেদ আহমদের পরিচালনায়, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চান্দাইর পাড়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার, অধ্যক্ষ মাও: সারোয়ারে জাহান,
স্বাগত বক্তব্য রাখেন লতিফিয়া হিফযুল কুরআন একাডেমি ওসমানীনগর প্রিন্সিপাল মাও: এম,এ,রব,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোবহানীঘাট সিলেট, দারু সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার,আরবী প্রবাসক, মাও: জুয়েল আহমদ লতিফী,
বক্তব্য রাখেন লতিফিয়া হিফযুল কুরআন একাডেমি ওসমানীনগর,প্রধান শিক্ষক হাফিজ মাও: মোহাম্মদ আজাদ আলী,

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মাও: আব্দুল মতিন গজনবী,
মাও: হাবিবুর রহমান সিদ্দিকী, মাও: মাহবুবুর রহমান, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, আব্দুল ছালাম, একাডেমীর প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফিজ মাহবুব আহমদ ,সাধারণ সম্পাদক, হাফিজ মিছবাহ আহমদ মাহিদ, শরীফুজ্জামান খাঁন,শাহ জাহান, রুমান খাঁন, আব্দুল্লাহ আল মামুন, সহ শত শত ইসলাম প্রেমী মুসলিম জনতা প্রমুখ।

ঈদে মিলাদুন্নবী (সা.) খতমে কুরআন আলোচনা সভা ও নাথ মাহফিল এবং প্রাক্তন ছাত্রপরিষদের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিন ব্যাপী কুরআনের বানী আলোচনা তেলাওয়াত নাথ পরিবেশন সহ সন্ধার পর শুরু হয় প্রতিযোগীতা পর্ব এতে ১০ জন বিজয়ী ছাত্রদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। প্রথম পুরুষ্কার দুই হাজার টাকা সমমূল্য শিক্ষা সামগ্রী, দ্বিতীয় পুরুষ্কার পনের শত টাকা সমমূল্য শিক্ষা সামগ্রী, এবং তৃতীয় পুরস্কার এক হাজার টাকা সমমূল্য শিক্ষা সামগ্রী এই ভাবে ১০ জন বিজয়ী ছাত্রদের কে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষ প্রান্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন একাডেমির প্রিন্সিপাল মাও: এম,এ,রব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর