ঢাকা ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৪
ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে বুরুঙ্গা বাজার ইউনিয়নের শেখ ফজিলাতুন্নেসা ফাজিল মাদরাসায় শিক্ষক-শিক্ষার্থীর আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওয়ারিছ উদ্দিন আল-মামুন। এর আগে বেশ কিছু দিন থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ারিছ উদ্দিন আল-মামুন অপসারণের দাবিতে তুমুল উত্তেজনা বিরাজ করছিলো মাদরাসায়।
জানা গেছে, ওসমানীনগর উপজেলার শেখ ফজিলাতুন্নেসা ফাজিল মাদরাসার স্বৈরাচারী ও দূর্নীতির অভিযোগ এনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ারিছ উদ্দিন আল মামুন এর পদত্যাগের দাবীতে গত ৪ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন পত্র প্রদান করেছেন মাদরাসা শিক্ষার্থীবৃন্দ। এছাড়া, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ারিছ উদ্দিন আল মামুন এর কিছু অনিয়ম ও দুর্নীতি নিয়ে বুরুঙ্গা বাজার ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগে ছাপানো লিফিলেট প্রদান করেন নেতৃবৃন্দ।
এদিকে, ধারাবাহিক ভাবে মাদরাসায় শিক্ষার্থী এবং শিক্ষকদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের জন্য আন্দোলন চলে আসছে। এই নিয়ে একাধিকবার শিক্ষার্থী অভিভাবকসহ এলাকাবাসীকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সর্বশেষ সোমবার মাদরাসায় শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের ব্যানারে বিদ্যালয় প্রাঙ্গনে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে বিশিষ্টজনের সাথে সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন তিনি।
এই বিষয়ে মোঃওয়ারিছ উদ্দিন আল-মামুন বলেন, আমার শারীরিক অসুস্থতার কারনে পদ্যাগ করেছি। পদত্যাগ পত্রটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিলেটে প্রেরণ করেছেন বলে নিশ্চিত করেছেন ওয়ারিছ উদ্দিন আল-মামুন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host