জকিগঞ্জে ২৮তম গ্যাস কূপের চূড়ান্ত পরীক্ষা সফল

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪

জকিগঞ্জে ২৮তম গ্যাস কূপের চূড়ান্ত পরীক্ষা সফল

আহমদ আল কবির, জকিগঞ্জ
সিলেটের জকিগঞ্জে ২৮তম গ্যাস কূপের চূড়ান্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

জানা যায়, গত কয়েক বছর থেকে সংশ্লিষ্ট গ্যাস কর্তৃপক্ষ শেওলা রাস্তায় মধ্যে ফায়ার সার্ভিস স্টেশনের সাথে একটি কূপে গ্যাস অনুসন্ধান কাজ চালিয়ে গেছে। দীর্ঘদিন পর আজ চূড়ান্ত পরীক্ষা সফল হয়েছে।
একান্ত আলাপকালে কর্তৃপক্ষ জানিয়েছেন, অতি শীঘ্রই তারা এখান থেকে গ্যাস উত্তোলন করতে সক্ষম হবেন।

 

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, জানিয়েছেন দেশের ২৮তম গ্যাশ উত্তোলন কূপে গ্যাস উত্তোলন শুনে আমরা আনন্দিত। জকিগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গ্যাস দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান তারা।

সর্বশেষ ২৪ খবর