প্রধান শিক্ষক অপসারণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অন্তত ৪০

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

প্রধান শিক্ষক অপসারণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অন্তত ৪০

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপসারণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। রবিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার গনিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

 

জানা যায়, স্কুলের প্রধান শিক্ষকের অপসারণ নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে মাস খানেক ধরে। একাধিকবার উচ্ছৃঙ্খল আচরণ করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষকরা কয়েকদিন ক্লাসও বর্জন করেন। প্রধান শিক্ষকের অপসারণ নিয়ে শিক্ষক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যেও গ্রুপের সৃষ্টি হয়েছে। নানা অনিয়মের অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রধান শিক্ষক তদবির আলমের বিরুদ্ধে তদন্তও চলছে।

 

এ নিয়ে রবিবার দুপুরে প্রধান শিক্ষকের পক্ষে ও বিপক্ষে থাকা দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। এর মধ্যে ৩০ জন সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত দুজনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর