গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রী নিয়ে ভাতিজা উধাও

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪

গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রী নিয়ে ভাতিজা উধাও

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রবাসী চাচার স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন ভাতিজা আবু বক্কর(২২)। মঙ্গলবার সন্ধ্যায় ১৩ বিছনাকান্দি ইউনিয়নের বিছনাকান্দি নতুন ভাংগা গ্রামে এ ঘটনা ঘটে।

 

এব্যাপারে ভুক্তভোগী চাচা নাসির উদ্দিন(৩৪) বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ বছরের বৈববাহিক জীবনে বেশিরভাগ সময়ই প্রবাসে কাটিয়েছেন নতুন ভাংগা গ্রামের মৃত ওয়াব আলীর ছেলে নাসির উদ্দিন(৩৪)। তার ঔরষের দুইটি সন্তানও রয়েছে। কিন্তু গত কিছুদিন থেকে তিনি জানতে পারেন যে, তার স্ত্রী আম্বিয়া বেগম তারই ভাতিজা আবু বক্করের সাথে পরকিয়ায় লিপ্ত। বিষয়টি জানার পর তিনি দেশে চলে আসেন। এরপরও স্বামীর অগোচরে নিজের ক্রিয়াকর্ম চালিয়ে যেতে থাকেন আম্বিয়া। এমতাবস্থায় প্রায় এক সপ্তাহ আগে স্বামীর নগদ ৫ লাখ ৫৫ হাজার ৩৫৮ টাকা, ঘরে থাকা স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে আবু বক্করের সাথে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে ভুক্তভোগী নাসির উদ্দিন স্থানীয়ভাবে বিচার প্রার্থী হলে গত সোমবার (১৮ নভেম্বর) গ্রাম্য সালিশ বৈঠকে অভিযুক্ত আম্বিয়াকে হাজির করা হয়। এসময় তিনি টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র নেওয়ার কথা স্বীকার করেন এবং নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এমন আর ভুল আর দ্বিতীয়বার হবে না বলেও তিনি স্থানীয় মুরব্বিয়ানদের সামনে অঙ্গীকারাবদ্ধ হন।

 

পরে সালিশানগণ তাকে স্বামীর হাতে তুলে দেন। নিয়েও যাওয়া টাকা ও মালামাল ফিরিয়ে দেওয়ার জন্য তিনি মুরব্বিয়ানদের নিকট সময় চাইলে তাকে সময়ও দেওয়া হয়। কিন্তু এর পরদিনই মঙ্গলবার সন্ধ্যায় তিনি প্রেমিক আবু বক্করের হাত ধরে নিরুদ্দেশ হন।

 

নাসির বলেন, ‘আম্বিয়া ও আবু বক্কর এখন কোথায় আছে জানি না। আমি বিষয়টি স্থানীয় মুরব্বিয়ানদের অবগত করেছি। তারা আমাকে আইনের আশ্রয় নিতে বলেছেন। এরপর থানায় অভিযোগ দিয়েছি।’

 

অভিযোগে নাসির উদ্দিন জানান, আবু বক্কর একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। সম্পর্কে সে ভাতিজা। তবে, এই কাজের সাথে শুধু আবু বক্কর জড়িত নয়। তার সাথে একই গ্রামের মৃত আব্দুস শহিদের স্ত্রী জয়গুন বিবি(৫৫), আব্দুস শহিদের ছেলে তাজুল ইসলাম(৪০) ও নজরুল ইসলাম(৩৫), জামাল উদ্দিনের স্ত্রী আপিয়া বেগম(৪৫), তাজুল ইসলামের স্ত্রী রাইমা বেগম(৪০) জড়িত রয়েছেন। তিনি অভিযোগে তাদেরকে অভিযুক্ত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর