ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের দীর্ঘতম, দৃষ্টিনন্দন, সীমান্ত জনপদের জনগুরুত্বপূর্ণ বৃহৎ ধলাই সেতুর নিচসহ আশেপাশে থেকে বালু উত্তোলনের দায়ে উপজেলা প্রশাসন কোম্পানীগঞ্জ বুধবার (২০ নভেম্বর) অভিযান পরিচালনা করেছেন। উপজেলা ভূমি অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ নিয়ে সেতু এলাকায় অভিযানে নামেন।
অভিযানকালে বিচ্ছিন্নভাবে বালু তোলায় জড়িত অনেক শ্রমিক ব্যবসায়ীর উপস্থিতি পেলেও অভিযানের সাথে সাথে অনেকে পালিয়ে যায়। বালু উত্তোলনে জড়িত বালু সাইট মালিক কলাবাড়ী গ্রামের ইউসুফ আলী ও ফেলোডার মালিক জাহিদ হাসানকে জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাছাড়া বালু উত্তোলন অপরাধে পৃথক ২ টি মামলাও করা হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী ভূমি অফিসার /নির্বাহী ম্যাজিস্ষ্ট্রেট ফরহাদ আহমেদ বলেন, গুরুত্বপূর্ণ ধলাই সেতু এলাকায় সব ধরনের বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host