জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তাকৃত আসামির নাম সোহান আহমদ (২০)। সে উপজেলার গোয়ালগাঁও গ্রামের হাসিম মিয়ার পুত্র। তবে, সে নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দ্রশ্রী (উচাহাটি) গ্রামের স্থায়ী বাসিন্দা।

 

জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সোহান গত ১৫ জানুয়ারির একটি মামলার (০৫/২০২৪) সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ৩৭৯/৪১১ দঃ বিঃ ধারায় অভিযোগ রয়েছে। ইতোপূর্বে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেল বিশেষ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি (বর্তমান ঠিকানা) থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর