ঢাকা ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪
লুৎফুর রহমান শাওন, ছাতক
বেশ কয়েকটি ভবনের দরজা-জানালা নেই। কিছু বাসার দেয়াল ও আশপাশে জংলা জমেছে। ছাতক রেলওয়ে কোয়ার্টারের এ বেহাল চিত্র দৃশ্যমান। এর মধ্যেও থেমে নেই বহিরাগতদের অবৈধ দখল দারিত্ব। তবে এসব নিয়ে কোনো তৎপরতা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
জানা গেছে, বছরের পর বছর অযত্নে থাকা ছাতক রেলওয়ে কোয়ার্টারের বেশ কিছু ঘর বেদখল হয়ে আছে। বাকিগুলো ব্যবহারের অনুপযোগী। যেসব সরকারি বাসা ব্যবহারের উপযোগী, সেগুলোতে কয়েকজন স্টাফ বসবাস করলেও অন্য বাসাগুলো বেদখল হয়ে আছে। সুনামগঞ্জ জেলার ছাতক বাজার সরকারি রেলওয়ে কলোনির এমন অবস্থা নিয়ে কর্মকর্তা- কর্মচারী কারোই মাথাব্যথা নেই। সরকারের কোটি টাকার এসব সম্পত্তি বেদখলে থাকলেও দখলমুক্ত করতে নেওয়া হচ্ছে না উদ্যোগ।
এ বিষয়ে রেলওয়ের স্থানীয় কর্তৃপক্ষ বলছে, সরকারি বাসভবনগুলোর দুরবস্থার বিষয়ে ঊর্ধ্বতনদের একাধিকবার জানানো হয়েছে। তবে কোনো পক্ষ থেকে এ ব্যাপারে সাড়া মেলেনি। এমনকি স্থানীয় পর্যায় থেকে কোনো পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে রেলওয়ে কর্মচারী-শ্রমিকদের আবাসিক কলোনিগুলোতে বহিরাগত লোকজন বসবাস করছে। যে কারণে কলোনিগুলোতে অবৈধ দখলদারের দৌরাত্ম্য ক্রমে বেড়ে চলেছে। হাতেগোনা কয়েকজন রেলওয়ে স্টাফ সেখানে থাকেন। বহিরাগতদের কারণে তাদের নানা ভোগান্তি পোহাতে হয়। এসব কোয়ার্টারে রেলওয়ে শ্রমিকদের সঙ্গে আঁতাত করে থাকছেন বাইরের লোকজন। কেউ কেউ শ্রমিকদের নামে বাসা ভাড়া নিলেও স্ব-পরিবারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নেই। সেখানে বসবাস করছেন বহু বছর ধরে।
সম্প্রতি সরকারি এসব কোয়ার্টারের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও দখলদারদের হাত থেকে সেগুলো মুক্ত করা যাচ্ছে না। এ ছাড়া রেলওয়ের বিশাল এলাকাজুড়ে অনেক পরিত্যক্ত ও জরাজীর্ণ ভবন রয়েছে। যেগুলো সংস্কার করে কোনো কাজেও লাগানো হচ্ছে না। এতে সরকারি অর্থ ব্যয়ে নির্মিত এসব স্থাপনা নষ্ট হচ্ছে।
এদিকে দখল হয়ে যাওয়া রেলওয়ের এসব বাসা এবং পরিত্যক্ত স্থান মাদকসেবী ও অপরাধীর অভয়াশ্রমে পরিণত হয়েছে। আবাসিক কলোনির আশপাশের সীমানায় দেয়াল নির্মাণ করা হলেও পরিত্যক্ত পাকা ভবনের কোনো সংস্কারকাজ করা হয়নি। ফলে অরক্ষিত অবস্থায় পড়ে আছে সরকারি কোয়ার্টারগুলো।
কলোনির আবাসিক এলাকা ঘুরে দেখা যায়, কোয়ার্টারের অনেক পরিত্যক্ত ভবনে জংলা জমে আছে। ঝোপঝাড়ে ঢাকা পড়েছে এসবের বড় একটি অংশ। এলাকাজুড়ে বিষাক্ত সাপের আনাগোনা। পরিত্যক্ত ভবনে স্থানীয় ছিন্নমূল মানুষের বসবাস। সেই সঙ্গে এসব বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন অটোরিকশা ও ভ্যানচালক এবং দিনমজুর শ্রেণির মানুষ।
পরিত্যক্ত একতলা এসব বাসায় বসবাসকারী একাধিক পরিবারের লোকজন জানান, বাসাগুলোর দরজা-জানালা নেই। তবে বিনা ভাড়ায় থাকতে পারছেন বলে কষ্ট করে এখানেই অবস্থান করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাতক রেলওয়ের সরকারি আবাসিক এলাকায় (বিআর) কংক্রিট স্লিপার কারখানা ও ছাতক বাজার রেলস্টেশনে কর্মরত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বসবাসের জন্য বিভিন্ন শ্রেণির একতলাবিশিষ্ট বাসা ও কয়েকটি দ্বি ও ত্রিতল ভবন রয়েছে। বাসাগুলোর দরজা- জানালা অনেক আগেই চুরি হয়ে গেছে। কলোনির মধ্যে রেলওয়ে স্টেশন ও রোপওয়ের শ্রমিক-কর্মচারীদের জন্য সরকারি মোট বাসা রয়েছে ১০৫টি। এর মধ্যে বরাদ্দকৃত বাসা ৩২টি, খালি বাসার সংখ্যা ৪২টি এবং অবৈধ দখলে রয়েছে ৩১টি সরকারি বাসা। এ ছাড়া রেলস্টেশনসংলগ্ন এলাকার অন্তত ২০টি বাসা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। প্রথম শ্রেণির কর্মকর্তা না থাকায় এই বাসভবনগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের বাসভবনের অধিকাংশই খালি অবস্থায় পড়ে আছে।
স্থানীয়দের অভিযোগ, রেলওয়ে কলোনির বেশ কয়েকটি বাসায় মাদক বিক্রির নিরাপদ আস্তানা। স্টেশনসংলগ্ন কয়েকটি বাসায় নিয়মিত চলে অনৈতিক কার্যকলাপ ও জুয়ার আসর। কোয়ার্টারের দায়িত্বে থাকা ব্যক্তিরা এসব ব্যাপার আমলে নিচ্ছে না।
রেলওয়ের শ্রমিকরা জানান, কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাকে ম্যানেজ করে সরকারি বাসাগুলো বেদখল করেছে বহিরাগতরা। এসব বাসার ভাড়ার টাকায় কৌশলে নিজেদের পকেট ভারী করে তারা।
ছাতক বাজার রেলওয়ের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) আবদুর নূর জানান, রেলওয়ের কোয়ার্টারের অবৈধ দখলকারী উচ্ছেদে সম্প্রতি অভিযান চালানো হয়েছে। এসব সমস্যার বিষয়ে নিয়মিতই কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।
রেলওয়ের অতিরিক্ত দায়িতপ্রাপ্ত সহকারী নির্বাহী প্রকৌশলী সৈয়দ আজমাইন মাহতাব (ইএন) জানান, ছাতক রেল বিভাগের সরকারি কিছু কোয়ার্টার অবৈধ দখলে রয়েছে। মূলত রেলওয়ে স্টেট বিভাগের এসব দেখার কথা। কোয়ার্টারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host