ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে অস্ত্র, নগদ অর্থ ও মাদকসহ এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের গৌখালেরপাড় গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নারীর নাম হোছনা বেগম(৪৫)। তিনি ওই গ্রামের কাছাব আলীর স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান’র তত্বাবধানে উপজেলার গৌখালেরপাড় গ্রামের মৃত ফজর আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে একদল চৌকস পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে হোছনা বেগমকে আটক করা হয়। এরপর তার দেখানো মতে টিনের চালা বসত ঘরে তল্লাশী চালিয়ে শোকেছের ভেতরে থাকা ১টি জুতার বক্স থেকে ০১টি লাইসেন্সবিহীন ম্যাগাজিন সংযুক্ত অবৈধ আগ্নেয়াস্ত্র (পিস্তল), ০১টি ফোল্ডিং নাইফ, মাদক ও অস্ত্র ক্রয় বিক্রয়ের নগদ ৮ লাখ ৪৪ হাজার ৮৫০ টাকা এবং সাদা কাগজ দ্বারা মোড়ানো ১ লাখ টাকা মূল্যমানের ০৫ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
পরে ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগীদের নাম ঠিকানা প্রকাশ করে। তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
এঘটনায় ৩ জনকে এজাহারনামীয় আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুইটি এজাহার দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান আটক ও অবৈধ অস্ত্র-অর্থ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host