বৃহত্তর বিলেরবন্দ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভা

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

বৃহত্তর বিলেরবন্দ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভা

জকিগঞ্জ প্রতিনিধি
বৃহত্তর বিলেরবন্দ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভা মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পরিষদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

পরিষদের সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবুবকর ছিদ্দিক মুরাদীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রেদ্বয়ানুর রহমান।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মারুফ, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, অর্থ সম্পাদক বুরহান উদ্দিন সাবুল, সাধারণ সম্পাদক হাসান আহমদ, সম্মানিত মেহমান হাফিজ নাজির আহমদ।

 

এসময় সকলের বক্তব্যে মূল কেন্দ্রবিন্দু ছিল পরিষদের বিগত দিনের কার্যক্রমের পর্যালোচনা ও আগামী দিনে পরিষদ কে এগিয়ে নিতে সৃজনশীল পরিকল্পনা।

 

দ্বায়িশীলরা বলেন, সমাজে সামাজিক ও ইসলামিক কাজ চালিয়ে যেতে কিছু আলোচনা সমালোচনা শোনা স্বাভাবিক। এগুলোতে কান না দিয়ে দ্বায়িত্বশীলের ভূমিকা রাখা সকল দ্বায়িত্বশীলের প্রয়োজন। তারা বলেন, সমাজে সামাজিক কাজে সকলের অংশগ্রহণ একান্ত প্রয়োজন।

সর্বশেষ ২৪ খবর