ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক
কোম্পানীগঞ্জ উপজেলাধীন ইছাকলস ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ কলাপাড়া জুগিরগাঁও হাফিজিয়া দাখিল মদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শামিম আহমেদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ প্রায় বিশ বছর অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করার পরে প্রবাস গমনের উদ্দেশ্যে সেচ্ছায় চাকরী ছেড়ে দিচ্ছেন তিনি। তার বিদায় উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
মাদ্রাসা কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা অত্র প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় মাওলানা শামিম আহমদের অবদার কথা উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য আজিজুর রহমান, কামাল খান, ফয়েজ আলী, হাসিম আলি, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আবুল হুসাইন, মো. তাজ উদ্দিন, সাংবাদিক সার্জান খান, প্রাক্তন শিক্ষার্থী ইমাদ উদ্দিন, মিলাদ আহমদ, হাফিজ আবু ছালেহ, হাফিজ মিলন খান-সহ আরো অনেকে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host