ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪
ওসমানীনগর প্রতিনিধি
যুক্তরাজ্যস্থ নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ‘কে টিভি এর উদ্যোগে অসহায় গৃহহীন নিন্মবিত্ত পরিবারের মধ্যে বসত ঘর নির্মানের ধারাবাহিকতায় ১৯ তম পাকা ঘর পেয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের অসহায় আব্দুল কাদির। পরিবারের ১৬ জন সদস্যদের নিয়ে দীর্ঘ দিন থেকে মাঠির জরাজির্ণ ঘরে বসবাস করে আসছিলেন তিনি। ঝড় বৃষ্টিতে নানা ভোগান্তি পোয়াতে হয়েছে আব্দুল কাদিরের পরিবারের। অবশেষে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ‘কে টিভি হাসি ফুটালো কাদিরের পরিবারের মুখে। নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ‘কে টিভি এর ফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী মিলাদ সারোয়ার, মাহবুবুর রহমান, সাইফুর রহমানের প্রচেষ্ঠায় প্রায় ৭ লক্ষ টাকা ব্যায়ে আব্দুল কাদিরের পরিবারকে পাকা ঘর নির্মান করে দেয়া হচ্ছে। সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমানের তত্বাবধানে রবিবার বিকালে পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এসময় নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ‘কে টিভি এর বাংলাদেশ টিমের সদস্যসহ স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী মিলাদ সারোয়ার, মাহবুবুর রহমান, সাইফুর রহমানের পারিবারিক উদ্যোগে গঠিত নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ‘কে টিভি‘র পক্ষ থেকে সিলেটের বিভিন্ন উপজেলায় অসহায়দের সহায়তার পাশাপাশি যে কোন দূর্যোগ মোকাবেলায় সাহায্যের হাত প্রসারিত করে আসছেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার নিন্ম আয়ের মানুষের কল্যাণে কার্যক্রমের ধারাবাহিকতায় ১৯ তম পাকা ঘর নির্মান করা হচ্ছে এটি অত্যান্ত আনন্দের। তাদের এসব মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত বরেনে বক্তারা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host