ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ
সিলেটের জকিগঞ্জ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন জহিরুল ইসলাম মুন্না।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি নতুন কর্মস্থল জকিগঞ্জ থানায় যোগদান করেছেন। এর পূর্বে তিনি সিলেট জেলার জৈন্তাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
জহিরুল ইসলাম মুন্না ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। নেত্রকোণার মদন উপজেলার সম্রান্ত মুসলিম পরিবারে জন্ম ও বেড়ে ওঠা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।
জকিগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগদানকৃত জহিরুল ইসলাম মুন্না বলেন, মানুষের সেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। জকিগঞ্জ থানার চুরি-ডাকাতি, মাদক, চোরাচালান, সন্ত্রাস, চাঁদাবাজিসহ যাবতীয় অপরাধ নির্মূলে আমাদের অভিযান সবসময়ই চলমান থাকবে। এক্ষেত্রে জকিগঞ্জের সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host