ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮
সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তালুকদার বৃত্তি ফাউন্ডেশনের উদ্বোধন ও মেধাবী শিার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৩টায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তালুকদার বৃত্তি ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও নৌ বাহিনীর সিনিয়র চীফ পেটি অফিসার এম নজরুল ইসলামের সভাপতিত্বে ফাউন্ডেশনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেগম কদবানু তমিজ তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ জমির উদ্দিন তালুকদার, রুকন উদ্দিন তালুকদার, নজরুল ইসলাম শিকদার, কর্পোরাল(অবঃ)হাজী মোহাম্মদ মাফিজ উদ্দিন, আব্দুল কাইয়ুম তালুকদার, জসিম উদ্দিন তালুকদার, আব্দুল কদ্দুছ, শামছুল হক, আব্দুছ ছাত্তার, ফজলুল হক তালুকদার, নুশরাত জাহান নোভা-সহ বিদ্যালয়ের সকল শিার্থী ও তাদের অভিবাবকগ উপস্থিত ছিলেন।
তালুকদার ফাউন্ডেশনের প্রতিষ্টাতা নজরুল ইসলাম বলেন, উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪টি ধাপে ১২জন মেধাবী শিার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ভাল ফলাফলে শিার্থী ও অভিভাবকগণ আনন্দিত হয় সাথে যদি পুরস্কার পায় তাহলে আনন্দটা আরো দিগুন হয়ে যায়। ফলে শিার্থীরা আগামীতেও ভাল ফলাফলের জন্য বেশি করে পড়াশুনা করবে। তিনি এসব কাজে স্থানীয় সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host