জকিগঞ্জে আওয়ামী লীগ নেতা সওদাগর সেলিম গ্রেফতার

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

জকিগঞ্জে আওয়ামী লীগ নেতা সওদাগর সেলিম গ্রেফতার

জকিগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম সওদাগরকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১টার দিকে কালিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সেলিম সওদাগর উপজেলার কালিগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও হরাইত্রিলোচন গ্রামের বাসিন্দা।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন বলেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হিসেবে সেলিম সওদাগরের নাম রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর