ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪
ছাতক প্রতিনিধি
চাঁদপুর থেকে ছাতকে আলোচিত আরিফ হত্যা মামলার আসামি সাদেক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার কালারুকা ইউপির খাইরগাঁও গ্রামেব কদ্দুছ মিয়র ছেলে।
জানা যায়, গত রোববার রাতে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা এলাকায় র্যার ও পুলিশ অভিযান চালিয়ে ছাতকের পলাতক আসামি সাদেক মিয়াকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ছাতকে কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামের কৃষক আরিফ উদ্দিনকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামি হলো ধৃত সাদেক মিয়া।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সাত্তার গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষক হত্যা মামলায় ১৪জন আসামির মধ্যে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host