ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের রশিদিয়া বালিকা দাখিল মাদরাসায় মহান বিজয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার সুপার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী তাজুলের সভাপতিত্বে ও মাদরাসার সহকারী শিক্ষক নাইমুল ইসলাম পরিচালনায় শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির ছাত্র আব্দুর রহমান রাহী ও নাত পরিবেশন করেন মারিয়া আক্তার।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন, শাহরিয়ার হুসেন শাহী, মাহফুজুর রহমান শুকরিয়া আক্তার মাইশা,মাইশা রহমান,তাসমিয়া মরিয়ম, তাহমিনা আক্তার, নওসিন জান্নাত শুকরিয়া, শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য দেন মাওলানা ছালিকুর রহমান,তাহমিনা ইসলাম, রুবাইয়া আক্তার রাম্মী,শুকরিয়া আক্তার।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মাদরাসার সুপার বলেন ‘বিজয় দিবস’ আমাদের পরম পাওয়া, যাদের ত্যাগের বিনিময়ে দেশে বিজয় অর্জিত হয়েছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে তারা অমর তাদের দেখানো পথে আমাদের এগিয়ে যেতে হবে।তারা অমর। তাদের ভুলা যাবে না।
পরিশেষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host