মহান বিজয় দিবস উপলক্ষে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের আলোচনা সভা

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

মহান বিজয় দিবস উপলক্ষে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের আলোচনা সভা

২৪ এর ছাত্র গণবিপ্লবের প্রেক্ষাপটে মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগরের একটি অভিজাত রেস্টুরেন্টে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ এর আহবায়ক অ্যাডভোকেট আব্দুল আহাদের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক প্রভাষক আসাদুল আলম চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, সিনিয়র সাংবাদিক এম এ, হান্নান, সদস্য সচিব ও সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি, গোলজার আহমদ হেলাল, মাওলানা জামিল আহমদ, মাওলানা মকবুল হোসাইন, মোশাহিদ আলী, মহিউদ্দিন জাকারিয়া, ওমর ফারুক, নুরুল ইসলাম হেলালি, জামাল আহমদ,আলতাফুর রহমান, আব্দুল খালিক,মো:ইলিয়াস আলী, মিসবাহুল ইসলাম চৌধুরী, গোলাম মোস্তফা, নজরুল ইসলাম, আজিজুর রহমান, নুরুল ইসলাম, রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, ফারুক আহমেদ প্রমুখ।
সভায় ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে এবং স্বাধীনতা যোদ্ধাদের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনার পাশাপাশি বৃহত্তর জৈন্তিয়ার বিভিন্ন দাবির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তিয়া এখনো উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। এখানকার প্রাকৃতিক সম্পদ গ্যাস,পাথর,বালু ইত্যাদি দিয়ে সারাদেশের মানুষ উপকৃত হচ্ছে। অথচ জৈন্তিয়াবাসী এখনও গ্যাস পায়নি।বক্তারা পরিবেশের দোহাই দিয়ে পাথর কোয়ারি বন্ধ করে শ্রমিকদের লাঞ্চনার তীব্র প্রতিবাদ জানান।তারা এ অঞ্চলের জনগণের মৌলিক চাহিদা পূরণ ও উন্নয়ন নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
বক্তারা বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার ঘরে ঘরে গ্যাস দিতে হবে। এটা আমাদের সম্পদ।সিকি শতাব্দী পেরিয়ে গেলেও আমরা ভোগ করতে এখনো পারিনি,এর চেয়ে দু:খ আর কি হতে পারে?
সভায় বক্তারা বৃহত্তর জৈন্তার সড়ক যোগাযোগ,ব্যবসা বান্ধব পর্যটন শিল্প গড়ে তোলা, জলমহালের ন্যায্য হিস্যা ভোগ,অনাবাদী ও অকৃষি জমিকে কাজে লাগানো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, স্থানীয় সরকারী প্রতিষ্ঠানগুলোতে চাকুরী বৈষম্য ও বেকারত্ব দূরীকরণ ,পৌরসভা প্রতিষ্ঠা ও চোরাচালান বন্ধ ইত্যাদি নিয়ে তাদের মতামত তুলে ধরে বৃহত্তর জৈন্তিয়া ১০দফা দাবি বাস্তবায়ন করা এবং বৃহত্তর জৈন্তায়াবাসীর উন্নয়নের সার্বিক লক্ষ্যে সামগ্রীক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পদেক্ষেপ গ্রহণ করা হয়। সভা শেষে মহান স্বাধীনতা যোদ্ধের শহিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন সাবেক এম এল এ আল্লামা মোশাহিদ আহমদ বায়মপুরীর সুযোগ্য সাহেব জাদা মাও জামিল আহম, সভার শুরুতে প্রবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন নাসির উদ্দিন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর