ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম বিশ্বম্ভরপুর থানার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। ১৯ (ডিসেম্বর)বৃহস্পতিবার রাতে তিনি সীমান্তবর্তী বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পুলিশ সুপার সীমান্ত দিয়ে কোনো চোরাচালান বা অবৈধ কার্যক্রম হয় কি না, তা জানতে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে তিনি সীমান্ত এলাকায় নিয়োজিত বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলে সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ধারনা নেন।
এ সময় তিনি বলেন, সীমান্ত এলাকা চোরাচালান এবং অবৈধ কার্যক্রমের রোধে পুলিশ সর্বদা সজাগ ও কঠোর অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে তা দ্রুত থানায় জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host