ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (০৩ জানুয়ারি) বিকাল ৫টার সময় উপজেলার টুকের বাজার অটোরিকশা স্ট্যান্ডের সামনে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম আজমান আলী(২২)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ বুড়দেও গ্রামের সুরুব আলীর পুত্র। আহত মোটরসাইকেল আরোহীর নাম শাওন (২১)। সে একই গ্রামের আমির আলীর পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, ভোলাগঞ্জ থেকে আসা পাথরবাহী ট্রাককে ওভারটেক করার সময় অটোরিকশার সাথে ধাক্কা লেগে ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী আজমান। এতে গুরুতর আহত হন শাওন। স্থানীয়রা আহত শাওনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও ১জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ঘাতক ট্রাক পুলিশের হেফাজতে আনা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host