ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জে হতদরিদ্র প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়। নতুন এসব হুইল চেয়ার শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে প্রতিবন্ধীদের জীবনে নতুন গতি আনবে বলে মনে করছেন আয়োজকেরা। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ৫ জন প্রতিবন্ধীর মাঝে এসব চেয়ারগুলো বিতরণ করা হয়।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ও উপজেলা সমাজসেবা কমকর্তা বিনয় ভূষণ দাস উপস্থিত থেকে এসকল হুইল চেয়ার বিতরণ করেন।
এসময় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, স্বেচ্ছাসেবী সংস্থা এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার নাজমুল হাসানসহ সমাজ সেবা দপ্তরের অন্যান্য কমকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host