ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর ইউনিয়নের গুচ্ছ গ্রাম বর্ডার হাট বাজার সংলগ্ন প্রবাসীর বন্দোবস্ত ভূমিতে রাতের আধারে অবৈধভাবে জবর দখল ও ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। একটি সঙ্ঘবদ্ধ ভূমি খেকো সিন্ডিকেট চক্র জোরপূর্বক বিল্ডিং নির্মাণের পায়তারা চালিয়ে যাচ্ছে বলে তিনি থানায় দায়েরকৃত অভিযোগপত্রে উল্লেখ করেছেন।
জানা যায়, বন্দোবস্ত ভূমির মালিক প্রবাসী হযরত আলীর স্ত্রী স্বাধীনা বেগম পাকা ঘর নিমার্ণে বাঁধা দিলে ফেনিবিল গ্রামের আব্দুল বাছেত এর বখাটে ছেলে আলম, মরহুম জহুর আলীর ছেলে সোহাগ, নিমার্ণকর্মী শারফিন, আব্দুর রাজ্জাক, হারুন মিয়া, বাছেত মিয়া গংরা স্বাধীনা বেগমের উপর নির্যাতন করেন। মারধরের ঘটনায় স্বাধীনা বেগম সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। এ ঘটনায় স্বাধীনা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে সদর মডেল থানার এসআই উজ্জ্বল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে ও অভিযোগ মাধ্যমে জানা যায়, স্বাধীনা বেগমের স্বামী বিদেশে থাকেন। ছেলেরা অন্য জেলায় চাকুরী করেন। বাড়িতে তিনি একা। এই দুর্বলতার সুযোগে গত ২৮ (জানুয়ারি) মঙ্গলবার রাতে সকিনা বেগমের নেতৃত্বে আলম মিয়া, সোহাগ মিয়া, আব্দুর রাজ্জাক, শারফিন, হারুন মিয়া, আব্দুল লতিফ মেম্বারের বোনসহ আরো ১৫/২০ মিলে অবৈধভাবে হযরত আলীর ভূমিতে রাতের আধারে পাকা ঘর নির্মাণ কাজ করতে থাকেন।
পরবর্তীতে থানায় অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে এসে সমাধানের আগ পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু সকিনা বেগম গংরা আইন অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের ভূমি গুচ্ছ গ্রামে। ১৯৭৪ সাল থেকে আজ পর্যন্ত তারা দখলে আছেন।
এ ব্যাপারে জানতে চাইলে সকিনা বেগম জানান, ‘আমার বন্দোবস্ত ভূমিতে আমি বসতঘর নিমার্ণ করছি।’
সদর মডেল থানার এসআই উজ্জ্বল মিয়া জানান, ‘স্বাধীনা বেগমের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রেখে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসার জন্য বলে এসেছি।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host