ঢাকা ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহবুব হোসেন মেম্বার(৩৮) ও ছাত্রলীগের সক্রিয় সদস্য মির্জা মাসুম হোসেন(৩০)কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে জগন্নাথপুর থানা পুলিশ জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মো. রুহুল আমীন নেতৃত্বে এসআই(নিরস্ত্র) মোহাম্মদ সাকিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
ধৃত মাহবুব উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের ছমক আলীর ছেলে ও মাসুম একই এলাকার মির্জা আমিনুল হকের ছেলে।
তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সেকশন ১৫(৩)/২৫ডি ধারায় ২০২৪ সালের ২৯ অক্টোবরের একটি মামলা (১৭) রয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমীন জানান, আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host