ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
বিশ্বনাথ সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে মুনতাহা বেগম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর গ্রামের আশিক আলীর মেয়ে। সে রোববার (২ ফেব্রুয়ারি) সকালের কোন এক সময় প্রতিবেশীর বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।
জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশী মৃত হাজী ফয়জুর রহমানের বাড়িতে মায়ের সঙ্গে যায় মুনতাহা। মা প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়িতে ফিরলে মুনতাহা তখন সেখানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো। খেলাধুলার কোন এক সময় মুনতাহা সেই বাড়ির পুকুরে পড়ে মারা যায় বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host