বাহুবলে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

বাহুবলে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় মোর্শেদ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাদ্বেশর ইউনিয়নের নতুন বাজার এলাকার শ্রীমঙ্গল রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোর্শেদ মিয়া একই ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোর্শেদ মিয়া সকালে নিজ বাড়ি শাহপুর থেকে টমটমযোগে মিরপুর যাচ্ছিলেন। পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত পিকআপ টমটমটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়টি সাতগাঁও হাইওয়ে থানাকে জানানো হয়েছে। তারা যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর