ঢাকা ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
বালাগঞ্জ প্রতিনিধি
যুক্তরাজ্য যুবদলের নতুন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হয়েছেন সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালুজুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি নুর মিয়ার ছেলে সিরাজুল ইসলাম মামুন। তাকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার ১০১ সদস্য বিশিষ্ট বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মামুনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি অনুমোদন করেন।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মামুন ইসলাম সাংবাদিকদের জানান যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host