ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনব্যাপী গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ করেছেন সিলেট-১ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার নগরীর মজুমদারী থেকে শুরু করে আম্বরখানা, চৌহাট্টা, রিকাবিবাজার, খেশঘাট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তিনি। প্রচারণা চলাকালে বেশ কয়েকটি এলাকায় পথসভায় বক্তব্য রাখেন তিনি।
বক্তব্যে মাহবুবুর রহমান চৌধুরী বলেন, মানুষ এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। মিথ্যা আশ্বাসে মানুষকে আর ভুলিয়ে রাখা যাবে না। সঠিক উন্নয়নের জন্য জনগণ প্রকৃত উন্নয়নে বিশ্বাসী প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এ জন্য ভোটাররা অধীর আগ্রহে ৩০ ডিসেম্বরের অপেক্ষায় রয়েছেন। জনগণ অবশ্যই নির্বাচনে ভোট প্রয়োগের মাধ্যমে লাঙল মার্কাকে বিজয়ী করবে।
এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মজিদ টিয়া, আব্দুল হাই কাইয়ুম, মুরাদ আহমদ শাহীন, সুফিয়ান খান, শেবুল আহমদ তালুকদার, মাছুম আহমদ, নুর মিয়া, সুমন, রুনা বেগম চৌধুরী, সুমা রানী তালুকদার, শাহানা বেগম, ইউসুফ সেলু, মাফিজুজ্জামান চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host