কুয়ারপার এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

কুয়ারপার এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের কুয়ারপার এলাকা থেকে রাজু আহমদ(৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় স্থানীয়রা পাপ্পু নামের আরেক যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে কুয়ারপার এলাকার ইঙ্গুলাল রোডের ৪৯/২ নং বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সে নরসিংদী জেলার বাগদি গ্রামের মৃত ইয়ার হোসেনের ছেলে। ঘরের ভেন্টিলেটর সাথে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সিলেট কোতোয়ালি থানার ওসি এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে রাজু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ঘটনার রহস্য খতিয়ে দেখছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর