ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি
অনেক জায়গায় যেখানে সৌন্দর্য বর্ধন কিংবা আধুনিক ডিজাইনের জন্য মসজিদ ভেঙে নতুন মসজিদ তৈরি করার প্রতিযোগিতা, সেই সময়ে জামাতে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়াতে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার বাদ যোহর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জনসম্মুখে বিষয়টি তুলে ধরেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ।
জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডা. আব্দুল হান্নানের সভাপতিত্বে ও নির্বাহী সভাপতি মোস্তাক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতীব অধ্যাপক মাওলানা মুশাহীদ আহমদ কামালী, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী আলী আহমদ, আমেরিকা প্রবাসী সাংবাদিক আব্দুল খালিক তাপাদার, ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আকরাম আলী, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি আবুল হাসান প্রমুখ।
পরে মুসল্লীদের নিয়ে মসজিদের দুই খতিব ও অতিথিবৃন্দ মসজিদ পুনর্নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। মসজিদ পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় সাত কোটি টাকা। দেশের প্রত্যন্ত অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানদের চারণভূমি খ্যাত জকিগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদ পুণঃনির্মাণে দেশ-বিদেশের মুসলিম জনতার সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host