ঢাকা ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির, এন এস আই উপ পরিচালক কবির আহমেদ, পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হক, আনসার ব্যাটালিয়ন কমান্ডার রুবায়েত,তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সাংবাদিক শেরগুল আহমদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সৈয়দ মনোওয়ার আলী, নুরুর রব চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, সাংবাদিক সেলিম আহমদ তালুকদার, প্রমূখ।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, সাম্প্রতিককালে সুনামগঞ্জসহ সারা দেশে যে বিভিন্ন ম্যুরাল এবং অন্যান্য স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে জনমনে ভীতির সৃষ্টি করে, মানুষ আতঙ্কিত হয়। জনগণের সম্পদ, দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। আবার জনগণের, সরকারের অর্থ দিয়েই তা নির্মাণ করতে হয়। এগুলো এভাবে না করে এসব ম্যুরাল কালো কাপড় দিয়ে ঢাকা যেতে পারে। আথবা সরকারের অনুমতি সাপেক্ষে ভেঙে ফেলা যেতে পারে। জেলা প্রশাসক বলেন- সারা দেশের চেয়ে সুনামগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক।
পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান বলেন, গত কদিন আগে সিলেট সুনামগঞ্জ সড়কের দাড়াখাই নামক স্হানে দুটি বাসে ডাকাতির ঘটনার পর অস্ত্র সহ ডাকাত সর্দার কে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। বাকিদের ধরার জন্য ও পুলিশ তৎপর রয়েছে। তিন থানার সংযোগ স্হল হওয়ায় সব থানার অফিসার ইনচার্জ কে নির্দেশ দেয়া আছে টহল জোরদার করার জন্য।
তিন থানার সংযোগ স্থলে একটি পুলিশ চেক পোষ্ট করার দাবির প্রতি ও সম্মতি দেন।
কোন ধরনের চাদাঁবাজি, বিআইডব্লিউটিএ এর নামে অতিরিক্ত অর্থ নেয়াসহ সকল বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। সুনামগঞ্জ জেলার আইন শৃংখলা পরিস্থিতির আর ও উন্নতির জন্য অন্যান্য সদস্য গণ নানা পরামর্শ প্রদান করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host