ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জে গভীর রাতে আকস্মিক আগুনে পুড়ে ভস্ম হল একটি বাসগাড়ি। সোমবার দিনগত রাত অনুমান ১ টার দিকে জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল বাজারের আয়াতউল্লাহ মসজিদের সামনে পার্কিং করা বাসে লাগা আগুনে মুহূর্তেই ভস্ম হয়ে যায় বাসগাড়িটি। সাথে সাথে স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
বাসটিতে কিভাবে আগুন লাগলো সে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এটা নিছক কোনো দুর্ঘটনা নাকি কোনো ধরনের নাশকতা এ নিয়ে আলোচনা চলছে।
স্থানীয়রা জানান, বাসের চালক গঙ্গাজল এলাকার। তিনি বাসটি এখানে রেখে বাড়ী চলে যান। বাসের হেলপার বাসের ভিতরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। সেখান থেকেই আগুনের সূত্রপাত। লোকজন তাকে গাড়ীর ভিতর থেকে জীবিত উদ্ধার করলেও বাস গাড়ীটি একেবারেই ভস্ম হয়ে যায়।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, ঘটনা সম্পর্কে তদন্ত চলছে। আমরা ফায়ার সার্ভিসের লোকদের সাথে আলাপ করতেছি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host