ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫
ক্রীড়াকণ্ঠ ডেস্ক
ম্যাচ ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।
২০২৩ নারী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফিক্সিংয়ের জন্য তাকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। ওই বছর সোহেলির ফিক্সিংয়ের সাথে জড়িত থাকা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টেলিভিশন।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেলি আক্তার আইসিসির দুর্নীতি দমন আইনের পাঁচটি ধারা লঙ্ঘন করেছে। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করেছেন। এরপর তাকে এই নিষেধাজ্ঞা দেয় আইসিসি।
প্রসঙ্গত, ২০২৩ সালে বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত নারী জাতীয় দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন দলের বাইরে থাকা ক্রিকেটার সোহেলি আক্তার। যমুনা টেলিভিশনের কাছে ম্যাচ পাতানোর কথা স্বীকারও করেন তিনি।
সোহেলি তখন জানান, ‘আকাশ’ নামের এক জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। তিনি কেবল মধ্যস্থতা করেছেন। কোনো ভুল করেননি বলেও দাবি করেন সোহেলি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host