ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ
সিলেটের জকিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাক খাদে পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার গঙ্গাজল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার মুন্সীগঞ্জ থেকে শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক (ঢাকা মেট্রো হ ৫২৮১) সিমেন্ট বোঝাই করে জকিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। মঙ্গলবার সকালে গঙ্গাজল বাজারে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সিমেন্ট ভর্তি ট্রাকটি। ট্রাক গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাছের সাথে চাপা পড়েন চালক নজরুল ইসলাম। তার বাড়ি নওগা জেলার পরশুরাম উপজেলায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন। উদ্ধার কাজে স্থানীয় একজনের বোল্ডুজারের সহায়তা নেওয়া হয়। পরে ড্রাইভারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host