১ম বারের মতো মিনি ফুটবল উদ্বোধন

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

১ম বারের মতো মিনি ফুটবল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
বিপুল উৎসাহ উদ্দীপনায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার নবগঠিত বিছনাকান্দী ইউনিয়নের পশ্চিম উপরগ্রাম বসুন্ধরা ক্লাব কর্তৃক ফুটবল উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপরগ্রাম ফুটবল গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ওপেনিং ম্যাচ মাঠে গড়ায় কাওসার ফুটবল দল বনাম নিজ ধরগ্রাম ফুটবল দলের মধ্যকার খেলা দিয়ে। পরে ২-৩ গোলের ব্যবধানে নিজ ধরগ্রাম ফুটবল বিজয় লাভ করে।
খেলার পূর্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সামাজিক ক্রিয়া প্রেমিক ও ব্যবসায়ী গোলাম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- অত্র গ্রামের হাজী মানিক মিয়া, জামায়াত ইসলামের সভাপতি জয়নাল আবেদীন, ১নং রুস্তমপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নাহিদুল হক।
আরও উপস্থিত ছিলেন- মাস্টার জামাল উদ্দিন, বদরুজ্জামান বদরুল, শিব্বির আহমদ, ইব্রাহিম আলী, ডালিম আহমদ, জসিম উদ্দিন, ইমন আহমদ, কামাল, রিয়াজুল ইসলাম, নাজমুল ইসলাম, চাঁন মিয়া, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ক্রীড়াবিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন- মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল খেলাকে জাতীয় পর্যায়ে এগিয়ে নিতে ফুটবলার ও ক্রীড়া প্রেমিকদের সহায়তা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নেয়ার প্রচেষ্টায় ক্রীড়া প্রেমীদের এমন আয়োজনের প্রশংসা করেন বক্তারা।

সর্বশেষ ২৪ খবর