ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
কোম্পানীগঞ্জ উপজেলার সুনামধন্য প্রবাসী সংগঠন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি ২০২৫-২৬ সেশন পুনর্গঠন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলা সদরস্থ সংগঠন এর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
প্রবাসী উন্নয়ন পরিষদ এর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি পর্তুগাল প্রবাসী মঈন উদ্দিন মনির সভাপতিত্বে ও কার্য বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী ও সমাজসেবী হাবিবুল্লাহ জাবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কোম্পানীগঞ্জ এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যাপক মুর্শেদ আলম।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পর্তুগাল প্রবাসী মঈন উদ্দিন মনি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আলী আকবর, সাংগঠনিক সম্পাদক ক্রোয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাইদুর রহমান, প্রচার সম্পাদক সৌদি আরব প্রবাসী মোহাম্মদ দেলোয়ার খাঁন, অর্থ সম্পাদক সৌদি আরব প্রবাসী আবু সায়েদ আহমদ।
কমিটি গঠন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন- বিশিষ্ট রাজনীতিবিদ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল,বিশিষ্ট শিক্ষক নেতা মাষ্টার আবুল খায়ের, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মাসুম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমেদ,কলাবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা এনামুল হক, এনটিভির সিলেট প্রতিনিধি সাংবাদিক কবির আহমদ, দক্ষিণ রনিখাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন মেম্বার, প্রবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সিঙ্গাপুর প্রবাসী আল আমীন সরকার, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী আরিজ আল মাসুম, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মারজান আহমদ-সহ নেতৃবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host