কোম্পানীগঞ্জে গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের উদ্যোগ
অবৈধ পার্কিং উচ্ছেদ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>কোম্পানীগঞ্জে গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের উদ্যোগ</span> <br/> অবৈধ পার্কিং উচ্ছেদ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে অবৈধ পার্কিং উচ্ছেদ ও নিরাপদ সড়কের দাবিতে কোম্পানীগঞ্জে গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার টুকেরবাজার পয়েন্টে বেলা ২টার দিকে ছাত্র অধিকার পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক নুর আহমেদ এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গণঅধিকার পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক লিটন মাহমুদ খাঁন বলেন- ‘রাস্তায় অবৈধ পার্কিং ও অদক্ষ ড্রাইভারদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে রাস্তায় দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি অটোরিকশা মহাসড়কে চলাচল ও দুর্ঘটনার কারণ। সালুটিকর বাজার হতে টুকের বাজার পর্যন্ত হাওর এলাকা বেশি থাকার ফলে ঘনকুয়াশা ও অন্ধকারে দুর্ঘটনা হচ্ছে। তাই আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাস্তায় ট্রাফিক পুলিশ মোতায়েন এর জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’
যুব অধিকার পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতা মো. খালেকুজ্জামান বলেন- ‘সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে অবৈধ পার্কিং উচ্ছেদ ও নিরাপদ সড়কের দাবিতে আমরা দলমত নির্বিশেষে ঐক্যজোট হয়েছি। আমাদের উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এ মহাসড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। উপজেলার বউবাজার ও সাকেরা পয়েন্টে অবৈধ পার্কিংয়ের ফলে এবং অদক্ষ ড্রাইভারদের কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে। আজ আমরা যে দাবি নিয়ে মানববন্ধন করছি তা আদায় না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবো।’
ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগরের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিম মিয়া বলেন- ‘সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় যারা নিহত হচ্ছে আমি মনে করি তাদের হত্যা করা হচ্ছে। কারণ মহাসড়ক করা হলেও আইনের সঠিক প্রয়োগ নেই। রাস্তায় যত্রতত্র অবৈধ পার্কিং হলেও তা উচ্ছেদ করার লোক নেই। সাদাপাথর ঘুরতে এসে অনেক পর্যটন মারা যান। রাস্তায় নেই ট্রাফিক পুলিশ, স্পিড ব্রেকার। তাই আমাদের দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উলামায়ে-কেরাম, সাংবাদিক, শিক্ষার্থী ও সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের লোকজন অংশগ্রহণ করেন।

সর্বশেষ ২৪ খবর