ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনগাট উপজেলার পশ্চিম জাফলংয় ইউনিয়ন ফুটবল ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য বাহার উদ্দিনের উপর হামলাকারী সিরাউ উদ-দৌলা সুমন ও তার সহযোগিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ইউনিয়নবাসী।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ আছর স্থানীয় আহারকান্দি বাজারে অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র ও যুব সমাজের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভা থেকে এমন আল্টিমেটাম দেওয়া হয়।
অভিযুক্ত সুমন স্থানীয় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন- ‘অভিযুক্ত সিরাউ উদ-দৌলা সুমন ও তার সহযোগিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কারণ, তার দ্বারা গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এই বাজারে এক আতর্কিত হামলার শিকার হয়েছিলেন আমাদের ভাই এই এলাকার ক্রীড়া জগতের আইডল বিশিষ্ট ফুটবল ও ক্রিকেটার বাহার উদ্দিন। সে শুধু একজন খেলা প্রেমিক নয়ই, একজন সামাজিক ব্যক্তি ও গোয়াইনঘাট কলেজের সাবেক মেধাবী ছাত্রও বটে। সমাজের অসহায় সহজ সরল সাধাসিধে জীবনের অধিকারী এই বাহারের উপর আক্রমণ কোনোভাবে মেনে নেবার নয়। এমন আক্রমণ সুশীল সমাজের জন্য হুমকী, যা জনজীবনকে অতীষ্ঠ করে হুমকির মুখে ফেলে রাখে। সভ্য সমাজ কখনও এমন হামলা মেনে নিতে পারে না, আমরাও পারি না।’
অতীতে এ ইউনিয়নের জয়নগর গ্রামের আব্দুল লতিবকে মারধর করে হত্যা করা হয়েছে, আমরা এতে নিন্দা জানিয়েছি, প্রতিবাদ করেছি। আজ বাহারের পক্ষেও প্রতিবাদ করছি।
তারা বলেন, ‘যার পাশে কেউ নেই, তার পাশে আমরা আছি। আমরা এ ইউনিয়নে কোন বিভেদ চাই না। আমরা হানাহানি, মারামারি, সংঘাত ও সংঘর্ষমুক্ত একটি ক্লিন ইউনিয়ন দেখতে চাই। যেখানে থাকবে না বিবেধ, থাকবে না বৈষম্য। সবাই মিলে মিশে একটি সুন্দর ইউনিয়ন উপহার দিতে চাই।’
বক্তারা বলেন- ‘আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনজীবন নিরাপদ করতে হলে চলমান ডেভিল হান্টসহ অপরাধ নিরোধ আইনে এসকল অপরাধীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।’
ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি আজিজুর রহমান এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্র সংসদের সিনিয়র সদস্য আজাদ আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির নেতা প্রাক্তন ইউপি সদস্য মুহিবুর রহমান বাবুল, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ সভাপতি আমীর হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সেলিম উদ্দিন, অভিযাত্রীক ক্লাবের সভাপতি মানিক আহমদ, বিএনপি নেতা হুমায়ুন কবির, সিরাজ উদ্দিন, আব্দুল খালিক, বশির উদ্দিন মাষ্টার, মানিক মেম্বার ছাত্রনেতা ছান মিয়া, যুবদল নেতা সুলতান আহমদ, প্রমুখ।
উল্লেখ্য, যে গত ১৩ ফেব্রুয়ারি রাত ৮টার সময় আহারকান্দি বাজারে যুবলীগ নেতা ঠাকুরবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মালিক এর ছেলে সিরাজ উদ-দৌলা সুমন এর আতর্কিত হামলায় গুরুতর আহত হন পার্শ্ববর্তী লাটি গ্রামের বাহার উদ্দিন। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আঘাতে তার মস্তিষ্কের রক্তক্ষরন হয়েছে, এখন ও সে আশংকা মুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host